সাঈদ জালিলির মন্তব্য
‘প্রেসিডেন্ট রায়িসির আমলে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছিল’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাঈদ জালিলি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির আমলে মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছিল। প্রেসিডেন্ট রায়িসি সফলতার সঙ্গে আমেরিকার এই চাপ প্রয়োগের কূটকৌশল ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছিলেন।
গতকাল (বুধবার) তিনি পূর্বাঞ্চলীয় বিরজান্দ শহরে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন। আগামী ২৮ জুন ইরানে যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে সাঈদ জালিলসহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারে নির্বাচনের সাঈদ জালিলিকে অন্যতম শক্তিশালী প্রার্থী বলে মনে করা হচ্ছে।
তিনি বলেন, বিশ্বের বহু দেশের সাথে প্রেসিডেন্ট রায়িসি সুসম্পর্ক গড়ে তুলেছিলেন কিন্তু পাশ্চাত্যের কিছু দেশের সঙ্গে সেই সম্পর্ক গড়ে তোলেননি। প্রেসিডেন্ট রায়িসির পররাষ্ট্রনীতির সফলতার কথা আমেরিকা স্বীকার করেছে বলেও উল্লেখ করেন জালিলি।
তিনি বলেন, আমেরিকা স্বীকার করতে বাধ্য হয়েছে যে, রায়িসির পররাষ্ট্রনীতি মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।