“যুদ্ধবিধ্বস্ত গাজায় মৃত্যু ও ধ্বংসের ‘অনন্য মাত্রার’ সাক্ষী এখন বিশ্ব”
(last modified Thu, 13 Jun 2024 10:28:23 GMT )
জুন ১৩, ২০২৪ ১৬:২৮ Asia/Dhaka
  • “যুদ্ধবিধ্বস্ত গাজায় মৃত্যু ও ধ্বংসের ‘অনন্য মাত্রার’ সাক্ষী এখন বিশ্ব”

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ববাসীর চোখের সামনে অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি অনন্য মাত্রার মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে। তিনি জোর দিয়ে বলেন, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের পুরো জনসংখ্যাকে সমর্থন দিয়ে যাওয়া অত্যন্ত কঠিন একটি কাজ যখন তাদের ওপর লাগাতারভাবে আগ্রাসন ও হত্যাযজ্ঞ চলছে।

সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল এক ফোরামের আলোচনার অবকাশে অ্যান্তনিও গুতেরেস এসব কথা বলেন। তিনি বলেন, গাজা উপত্যকায় যে যুদ্ধ চলছে, জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এমনটি আর কোথাও দেখেননি।

তিনি বলেন, যুদ্ধের এই কয় মাসে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের অনন্য মাত্রা দেখছি। আমি জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় এই ধরনের কোনো পরিস্থিতির নজির সৃষ্টি হয়নি; এটি নজিরবিহীন।

চলমান যুদ্ধ ও ইসরাইলি অবরোধের কারণে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ করা নানাভাবে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে অথচ সেখানকার জনগণের জন্য মানবিক ত্রাণ সহযোগিতা, খাদ্য, জ্বালানি, ওষুধ এবং সুপেয় পানি দরকার। প্রকৃতপক্ষে, গাজাবাসীকে সমর্থন দেয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। 

গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩৭ হাজার ২০২ জন ফিলিস্তিনি শহীদ এবং ৮৪ হাজার ৯৩২ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, প্রায় ১৭ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্ত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৩