‘স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে অবশ্যই ইসরাইলকে রাজি করাতে হবে’
(last modified Fri, 14 Jun 2024 12:35:18 GMT )
জুন ১৪, ২০২৪ ১৮:৩৫ Asia/Dhaka
  • ‘স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে অবশ্যই ইসরাইলকে রাজি করাতে হবে’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যামূলক আগ্রাসন চালাচ্ছে তা স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমেরিকাকে অবশ্যই তেল আবিবকে রাজি করাতে হবে।

লেবাননে নিযুক্ত হামাসের এই প্রতিনিধি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএএনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। ওসামা হামদান বলেন, “ইসরাইল শুধুমাত্র ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চায় এবং এরপর তারা আবার যুদ্ধে ফিরতে চায়। আমি মনে করি আমেরিকা এখনো ইসরাইলকে স্থায়ী যুদ্ধবিরতি মেনে নেয়ার বিষয়ে রাজি করাতে পারেনি।” 

সিএনএন-কে তিনি আরো বলেন, ইসরাইলের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের সুস্পষ্ট অবস্থান রয়েছে। হামাস চায়, গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে, ফিলিস্তিনিরা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে, গাজার পুনর্গঠন, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ইসরাইলের সাথে স্বচ্ছতার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত রয়েছি।

ওসামা হামদান বলেন, তিনি পরিষ্কারভাবে জানেন না- গাজা উপত্যকায় কতজন ইহুদিবাদী বন্দী রয়েছে। এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। গত শনিবার ইসরাইল যে চার বন্দীকে উদ্ধার করেছে সে সময় একজন মার্কিন নাগরিকসহ তিন বন্দী নিহত হয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৪