পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে হাইকোর্টে রিপোর্ট ডিজির
(last modified Tue, 18 Jun 2024 12:24:04 GMT )
জুন ১৮, ২০২৪ ১৮:২৪ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে হাইকোর্টে রিপোর্ট ডিজির

ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী ‘হিংসা’ মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। এখনও পর্যন্ত কতটি এফআইআর দায়ের হয়েছে এবং কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা নিয়ে ঐ রিপোর্ট জমা দেয়া হল। 

আজ মামলার শুনানির কথা থাকলেও সব পক্ষের রিপোর্ট না থাকায় শুনানি হয়নি। আগামী বৃহস্পতিবার শুনানি হবার কথা আছে।

‘রাষ্ট্রবাদী আইনজীবী’ নামে একটি সংগঠন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে। গত ৬ জুন হাই কোর্ট জানায়, হিংসা আটকাতে জনগণের নিরাপত্তার স্বার্থে যৌথভাবে কাজ করতে হবে কেন্দ্র এবং রাজ্যকে। 

শুভেন্দু দাবি করেন, ভোটের পরে ‘হিংসা’ ছড়িয়েছে রাজ্যে এবং বিজেপির কর্মী-সমর্থকেরা তাতে ‘আক্রান্ত’ হচ্ছেন। তিনি হাইকোর্টে আরও বেশি দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন জানান। ভোট পরবর্তী ‘হিংসা’-র সম্ভাবনার কথা নজরে রেখে নির্বাচন কমিশন আগেই সিদ্ধান্ত নিয়ে জানিয়েছিল, ১৯ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। শুভেন্দুর দায়ের করা মামলার প্রেক্ষিতে সেই সময়সীমা আরও দু’দিন অর্থাৎ ২১ জুন পর্যন্ত  বৃদ্ধি করেছে হাইকোর্ট। আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও অসুবিধা নেই।#

পার্সটুডে/জিএআর/১৮