১০০ কোটির ঘুষ চেয়েছিল কেজরীওয়াল আদালতে ইডির দাবি
(last modified Wed, 19 Jun 2024 12:35:37 GMT )
জুন ১৯, ২০২৪ ১৮:৩৫ Asia/Dhaka
  • ১০০ কোটির ঘুষ চেয়েছিল কেজরীওয়াল আদালতে ইডির দাবি

আবগারি মামলায় ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের জামিনের আবেদন আবারও নাকচ করল আদালত।

কেজরীওয়ালের জামিনের বিরোধীতা করে ইডির আইনজীবী আজ আদালতে বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী পার্টির জন্য ১০০ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন। দিল্লির রউস অ্যাভিনিউ আদালতে শুনানির সময় সিবিআইয়ের তদন্তের বরাত দিয়ে এসব কথা বলেন ইডির আইনজীবী এসভি রাজু।

শুনানি শেষে কেজরীওয়ালের জামিনের আবেদন নাকচ করে ৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

তবে কেজরীওয়ালের আইনজীবী বিক্রম চৌধুরী ইডির দেয়া বক্তব্যের বিরোধীতা করে বলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে টাকা লেনদেনের কোনো প্রমাণ নেই। এ কেবল ইডির দাবি এবং অভিযোগ। জামিন আবেদন নাকচ হবার পর কেজরিওয়ালের আইনজীবী বলেন, 'এটা বিচার হচ্ছে না, বিচারের নামে নিপীড়ন করা হচ্ছে।'#

পার্সটুডে/জিএআর/১৯