তীব্র গরম: সৌদি আরবে হাজি মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়াল
(last modified Thu, 20 Jun 2024 11:49:04 GMT )
জুন ২০, ২০২৪ ১৭:৪৯ Asia/Dhaka
  • তীব্র গরম: সৌদি আরবে হাজি মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়াল

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এক হাজারেরও বেশি হাজির মৃত্যু হয়েছে। বেশিরভাগই তীব্র গরমের কারণে মারা গেছেন। মৃতদের অধিকাংশই মিসরের নাগরিক বলে ফরাসি বার্তা সংখ্যা এএফপি জানিয়েছে।

মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হজযাত্রীদের পরিসংখ্যানটি করেছে এএফপি। এতে বলা হয়েছে, হজের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৬৫৮ মিসরীয় হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে আজই মারা গেছেন ৫৮ জন। এদের মধ্যে  ৬৩০ জনই অনিবন্ধিত। তারা  বৈধ পথ এড়িয়ে অবৈধ পথে হজ করতে গিয়েছিলেন।

এএফপির হিসাব অনুযায়ী প্রায় ১০টি দেশ থেকে এবার এক হাজার ৮১ জন হাজি মারা গেছেন।

সৌদি আরবের আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত মাসে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, প্রতি দশকে ওই এলাকার তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেলসিয়াস বাড়ছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার প্রায় ১৮ লাখ মানুষ হজ করতে গেছেন। যাদের মধ্যে অনেকেই মক্কার তীব্র গরমে অভ্যস্ত নন। এ ছাড়াও এমন হাজার হাজার যাত্রী রয়েছেন, যারা বিধি মেনে সৌদিতে আসেননি। ফলে এমন তাপমাত্রায় সুরক্ষা নিশ্চিতে যাত্রীদের জন্য যেসব সুবিধা বরাদ্দ করেছে সৌদির সরকার, সেসব তারা পাচ্ছেন না।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০