ইরান প্রতিদিন ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে
https://parstoday.ir/bn/news/event-i138912-ইরান_প্রতিদিন_৪০_লাখ_ব্যারেল_তেল_উৎপাদন_করবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, চলতি ফারসি বছরের শেষ নাগাদ দেশ প্রতিদিন ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২৩, ২০২৪ ১০:৫২ Asia/Dhaka
  • জাওয়াদ ওউজি
    জাওয়াদ ওউজি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, চলতি ফারসি বছরের শেষ নাগাদ দেশ প্রতিদিন ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। 

গতকাল (শনিবার) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২১ সালের গ্রীষ্মকালে তেলের যে সর্বনিম্ন উৎপাদন ছিল তা থেকে বাড়িয়ে সাম্প্রতিক মাসগুলোতে রেকর্ড মাত্রায় তেল উৎপাদন করা হচ্ছে। 

ইরানি তেলমন্ত্রী বলেন, আমরা তেলের উৎপাদন প্রতিদিন ২২ লাখ ব্যারেল থেকে বাড়িয়ে ৩৬ লাখ ব্যারেলে উন্নীত করেছি এবং চলতি বছরের শেষ নাগাদ তেলের উৎপাদন ৪০ লাখ ব্যারেলে পৌঁছানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

ইরানি তেলমন্ত্রী জানান, তার সময়কালে প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও প্রতিদিন পাঁচ কোটি ৩০ লাখ ঘন মিটার বেড়েছে। একই সময়ে তেলজাতপণ্যের উৎপাদন বেড়েছে। তিনি জানান, পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাসক্ষেত্র থেকে ইরান বর্তমানে কাতারের চেয়েও বেশি পরিমাণে গ্যাস উৎপাদন করছে। এ প্রেক্ষাপটে গত তিন বছরে দেশে গ্যাস মজুদের সক্ষমতা ১০০ কোটি ঘন মিটার বাড়ানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩