হিজবুল্লাহর ড্রোনের আঘাতে ১৮ ইহুদিবাদী সেনা আহত
(last modified Mon, 01 Jul 2024 10:30:53 GMT )
জুলাই ০১, ২০২৪ ১৬:৩০ Asia/Dhaka
  • আহত সেনাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে
    আহত সেনাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের ড্রোন হামলায় অধিকৃত গোলান মালভূমিতে তাদের ১৮ জন সেনা আহত হয়েছে।

গতকাল (সোমবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ ড্রোন ছোঁড়ে এবং তার বিস্ফোরণে গোলান মালভূমিতে এসব সেনা আহত হয়।

হিজবুল্লাহ ঘোষণা করেছে যে, তারা অধিকৃত অঞ্চলের উত্তরে ইহুদিবাদী সেনাদের ৯১তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালিয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের ওপর হামলার জবাবে এই ড্রোন হামলা চালিয়েছে বলে বিবৃতিতে পরিষ্কার করা হয়।

এর আগে গতকাল সকালের দিকে হিজবুল্লাহ জানিয়েছিল যে, ইহুদিবাদীদের বিমান হামলায় তাদের তিন যোদ্ধা শহীদ হয়েছেন। ইসরাইল দক্ষিণ লেবাননের হুলা এলাকার একটি দোতলা ভবনে ওই বিমান হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১