ইসরাইলের পতন অনিবার্য, শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে
(last modified Sat, 06 Jul 2024 05:47:37 GMT )
জুলাই ০৬, ২০২৪ ১১:৪৭ Asia/Dhaka
  • আবু হামজা
    আবু হামজা

ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পতন অবধারিত এবং দখলদার এই শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে।

ইসলামী জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে একথা বলেন। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এই বিবৃতি প্রচার করেছে।

তিনি বলেন, শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হচ্ছে কুরআনের ভাষ্য যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি। 

আবু হামজা বলেন, যখন আমরা আমাদের শত্রুদের দখলদার বলে উল্লেখ করি তখন তার মানে দাঁড়াই এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে। 

গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরাইলের সাথে হামাস ও জিহাদ আন্দোলনসহ ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর লড়াই চলছে তখন দখলদারদের পতনের ব্যাপারে এই বক্তব্য দিলেন আবু হামজা। গত নয় মাসে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। কিন্তু যে সমস্ত লক্ষ্য নিয়ে ইসরাইলি সেনারা গাজায় আগ্রাসন চালিয়েছে আজ পর্যন্ত তার একটিও অর্জন করতে পারেনি।

এ সম্পর্কে আবু হামজা বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের হিসাব নিকাশ চুরমার করে দিয়েছেন এবং তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে। ইসরাইলের সেনারা এবং তাদের সাঁজোয়া যানগুলো এখন যেকোনো সময় যেকোনো স্থানে হামলার শিকার হতে পারে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভবিষ্যতে নিজের ক্ষমতা ধরে রাখা এবং দুর্নীতির বিচারের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচাতে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন বলে উল্লেখ করেন ইসলামী জিহাদ আন্দোলনের মুখপাত্র।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৫