পেজেশকিয়ানকে সব ধরনের সহযোগিতা দেবে আইআরজিসি
https://parstoday.ir/bn/news/event-i139364-পেজেশকিয়ানকে_সব_ধরনের_সহযোগিতা_দেবে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, এই বাহিনী নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০৭, ২০২৪ ১০:৪৬ Asia/Dhaka
  • পেজেশকিয়ানকে সব ধরনের সহযোগিতা দেবে আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, এই বাহিনী নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি শনিবার নির্বাচিত প্রেসিডেন্টকে জানানো এক শুভেচ্ছা বার্তায় এ প্রস্তুতি ঘোষণা করেন। 

তিনি বলেন, একটি জনপ্রিয় ও বিপ্লবী বাহিনী হিসেবে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর দিক নির্দেশনা অনুযায়ী আইআরজিসির সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। 

শুক্রবার দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করায় জেনারেল সালামি ইরানি জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা এবারের নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে একটি ইরানের জন্য একটি ‘রাজনৈতিক বীরত্বগাঁথা’ সৃষ্টি করেছেন। 

আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ইরানি জনগণ নির্বাচন বয়কট করবে বলে পশ্চিমা-ইহুদিবাদী গণমাধ্যম যে প্রচারণার ধুম্রজাল সৃষ্টি করেছিল ইরানি জনগণ তা আরেকবার ব্যর্থ করে দিয়েছে। তিনি আরো বলেন, ইরানের অফুরন্ত সম্ভাবনা ও সক্ষমতার সর্বোচ্চ সদ্ব্যবহার করলে এদেশের বিরুদ্ধে  পাশ্চাত্য যে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে তাতে জয়লাভ কররা সম্ভব এবং এক্ষেত্রে নতুন সরকাররকে সহযোগিতাা করবে আইআরজিসি। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন