গাজার ভূগর্ভস্থ বেশিরভাগ টানেল ‘খুব ভালো অবস্থায়’ রয়েছে: ইসরাইলের ধারনা
https://parstoday.ir/bn/news/event-i139456-গাজার_ভূগর্ভস্থ_বেশিরভাগ_টানেল_খুব_ভালো_অবস্থায়’_রয়েছে_ইসরাইলের_ধারনা
নয় মাসের যুদ্ধের পর এখনও গাজায় হামাসের ভূগর্ভস্থ বেশিরভাগ টানেল ‘খুব ভালো অবস্থায়’ রয়েছে বলে মনে করছে ইসরাইলি বাহিনী। এছাড়া, হামাস এখনও ইসরাইলের সীমান্তবর্তী এলাকাগুলোতে এমনকি সীমান্ত অতিক্রম করে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা রাখে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২৪ ১১:৩৬ Asia/Dhaka
  • গাজার ভূগর্ভস্থ বেশিরভাগ টানেল ‘খুব ভালো অবস্থায়’ রয়েছে: ইসরাইলের ধারনা

নয় মাসের যুদ্ধের পর এখনও গাজায় হামাসের ভূগর্ভস্থ বেশিরভাগ টানেল ‘খুব ভালো অবস্থায়’ রয়েছে বলে মনে করছে ইসরাইলি বাহিনী। এছাড়া, হামাস এখনও ইসরাইলের সীমান্তবর্তী এলাকাগুলোতে এমনকি সীমান্ত অতিক্রম করে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা রাখে।

ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর এক লিখিত রিপোর্টের বরাত দিয়ে ইসরাইলের চ্যানেল-১২ এ খবর জানিয়েছে। ওই রিপোর্টে বলা হয়, মধ্য গাজা, দক্ষিণের রাফাহ অঞ্চলের প্রায় সর্বত্র এবং উত্তর গাজার শেজাইয়া এলাকায় হামাসের টানেলগুলো অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এর আগে ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত বহু টানেল এরইমধ্যে মেরামত করা হয়েছে বলে জানিয়েছে দখলদার বাহিনী। খান ইউনিসে কংক্রিট উৎপাদনের জন্য হামাসের প্রয়োজনীয় কারখানা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনী রাফায় হামাসকে প্রতিহত করে আসলেও হামাস এখনও রাফাতেই ইসরাইলি সীমান্ত পর্যন্ত পৌঁছে যাওয়ার মতো টানেল সংরক্ষণ করছে। ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত শুধুমাত্র গাজা-মিশর সীমান্তের কয়েকটি টানেল ধ্বংস করতে পেরেছে মাত্র।

গাজা সিটির টানেলগুলো মধ্যম মান থেকে ভালো মানে রয়েছে এবং এসব টানেল ব্যবহার করে এখনও হামাসের পক্ষে ইসরাইল সীমান্তে পৌঁছে যাওয়া সম্ভব।

রিপোর্টে বলা হয়েছে, সার্বিকভাবে এখনই যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে হামাসের পক্ষে এখনও ইসরাইল সীমান্ত পর্যন্ত বা সীমান্ত অতিক্রম করে আরেকটি হামলা চালানো সম্ভব; যদিও গত ৭ অক্টোবরের মতো হামলা এখনই আর চালাতে পারবে না হামাস।  

গত জানুয়ারিতে ইসরাইলের সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তারা ধারনা করেছিলেন যে, গাজায় হামাসের ৩৫০ থেকে ৪৫০ মাইল দীর্ঘ টানেল রয়েছে। তবে হামাস কখনও তাদের টানেলের গতি-প্রকৃতি ঘোষণা করেনি। অবশ্য তারা একথা বলেছে যে, গাজা উপত্যকার উপরের অংশের চেয়ে ভূগর্ভের অংশ অনেক বড়। #

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।