‘মোহাম্মদ দেইফ সব কিছু শুনছেন এবং নেতানিয়াহুর দাবি নিয়ে হাসছেন’
https://parstoday.ir/bn/news/event-i139594
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপ-প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, হামাসের অন্যতম নেতা মোহাম্মদ দেইফ এবং রাফি সালামেকে হত্যার যে মিথ্যা দাবি করেছে ইসরাইল তা মোহাম্মদ দেইফ শুনছেন এবং বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন। কাতারভিত্তিক আল- জাজিরা টেলিভিশন চ্যানেলকে গতকাল (শনিবার) তিনি একথা বলেন। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১৪, ২০২৪ ০৯:৩৭ Asia/Dhaka
  • খলিল আল-হাইয়া
    খলিল আল-হাইয়া

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপ-প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, হামাসের অন্যতম নেতা মোহাম্মদ দেইফ এবং রাফি সালামেকে হত্যার যে মিথ্যা দাবি করেছে ইসরাইল তা মোহাম্মদ দেইফ শুনছেন এবং বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন। কাতারভিত্তিক আল- জাজিরা টেলিভিশন চ্যানেলকে গতকাল (শনিবার) তিনি একথা বলেন। 

এর আগে, গতকাল দিনের প্রথম দিকে ইসরাইল দক্ষিণ গাজার আল-মাওয়াসি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় এবং মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়েছে বলে দাবি করে।

খলিল আল-হাইয়া এ সম্পর্কে বলেন, মোহাম্মদ দেইফকে হত্যার অজুহাত দেখিয়ে ইহুদিবাদী ইসরাইল এই হামলা ও গণহত্যার বৈধতা আদায়ের চেষ্টা করছে। ইসরাইলের এই হামলায় ৯০ জন ফিলিস্তিনি শহীদ এবং ৩০০ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। 

হামলা সম্পর্কে খলিল আল-হাইয়া আরো বলেন, আমরা নিশ্চিত করছি যে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি মিথ্যা বরং তার এই ভুয়া দাবি মোহাম্মদ দেইফ শুনছেন এবং এখন নিশ্চয় হাসছেন।

খলিল আল-হাইয়া বলেন, আমাদের নেতাদের হত্যার ব্যাপারে হাস্যকর এবং মিথ্যা দাবি করে দখলদার সেনারা ফিলিস্তিনি নারী, শিশু এবং নিরপরাধ মানুষ হত্যার বৈধতা দেয়ার চেষ্টা করে। এটি গাজা উপত্যকা, পশ্চিম তীর কিংবা অন্য যেকোন জায়গায় ঘটে থাকে। আমাদের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাবাহিনীর অপরাধযজ্ঞ বাজারজাত করার একটি প্রচেষ্টা।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।