আমেরিকার সরবরাহকৃত নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরাইল: হামাস
https://parstoday.ir/bn/news/event-i139664-আমেরিকার_সরবরাহকৃত_নিষিদ্ধ_অস্ত্র_ব্যবহার_করছে_ইসরাইল_হামাস
ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার চলমান গণহত্যায় আমেরিকার কাছ থেকে পাওয়া আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৬, ২০২৪ ১৫:৩৩ Asia/Dhaka
  • আমেরিকার সরবরাহকৃত নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরাইল: হামাস

ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার চলমান গণহত্যায় আমেরিকার কাছ থেকে পাওয়া আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইহুদিবাদীদের পাশবিক হামলায় হতাহত অন্তত ৩২০ ফিলিস্তিনিকে হাসপাতালে আনা হয়েছে। এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় হতাহতদের বেশিরভাগের শরীরই আগুনে পুড়ে গেছে।

হামাস আরো বলেছে, এসব অপ্রচলিত ও নিষিদ্ধ অস্ত্রের বেশিরভাগ আমেরিকায় তৈরি। এই অস্ত্রগুলো মানব শরীরের ত্বকে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং হতাহতদের শরীরের টিস্যুগুলো পুড়িয়ে দেয়। এই অস্ত্রের আঘাতে আহত ব্যক্তিরা তীব্র ব্যথায় কষ্ট পান এবং ২৭ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে মারা যান। এভাবে গাজার প্রচুর মানুষ শহীদ হয়েছেন বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে, দখলদার ইসরাইল গাজার বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার তীব্র নিন্দা জানানো হয়। এই অপরাধযজ্ঞের হোতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি জোর দাবি জানানো হয়। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র সরবরাহ করার কারণে বিবৃতিতে আমেরিকাকে আইনগত ও নৈতিক উভয় দিক দিয়ে মার্কিন সরকারকে দায়ী করা হয়।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৬