লেবাননে আগ্রাসন চালালে পুরো অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে
(last modified Thu, 18 Jul 2024 08:43:02 GMT )
জুলাই ১৮, ২০২৪ ১৪:৪৩ Asia/Dhaka
  • লেবাননে আগ্রাসন চালালে পুরো অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে

লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের ওপর যদি ইহুদিবাদী ইসরাইল কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর অবস্থার সৃষ্টি করবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়বে।

গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে একথা বলেন লেবাননের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমরা আবারো কঠোরভাবে হুঁশিয়ারি উচ্চারণ করছি যে, ইসরাইল যদি কোনো রকমের ভুল হিসাব-নিকাশ করে এবং আগুন নিয়ে খেলতে যায় তাহলে পুরো অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে।”

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে। এতে ইসরাইল সম্প্রতি হুমকি দিয়েছে যে, তারা লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করবে। ইসরাইলের এই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “আমরা ইসরাইলের কাছ থেকে দফায় দফায় লেবাননকে জ্বালিয়ে দেয়ার কিংবা প্রস্তর যুগে পাঠিয়ে দেয়ার হুমকি শুনছি। কিন্তু আমরা নিরলসভাবে যেকোনো ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা করছি। এজন্য বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বৈঠক হচ্ছে। আমরা কোনমতেই ইসরাইলদের ফাঁদে পা দিতে চাই না।”#

পার্সটুডে/এসআইবি/১৮                                          

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ