আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছে সরকার: আনিসুল হক
(last modified Sun, 21 Jul 2024 12:23:03 GMT )
জুলাই ২১, ২০২৪ ১৮:২৩ Asia/Dhaka
  • আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছে সরকার: আনিসুল হক

বাংলাদেশের আপিল বিভাগ কোটা নিয়ে আজ যে রায় দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের পর আজ আপিল বিভাগের  রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, 'আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা মনে করি আপিল বিভাগের এই রায়টি অত্যন্ত বিচক্ষণ একটি রায় হয়েছে।'

আদালতের নির্দেশ অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান আইনমন্ত্রী। খুব শিগগির প্রজ্ঞাপন দিতে গেলেও মঙ্গলবার নাগাদ হয়তো সময় লাগবে,” বলে জানান আনিসুল হক।

বাংলাদেশের সরকারি চাকরিতে এখন থেকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছে আপিল বিভাগ।

এছাড়া পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা, এক শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাকি এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, সরকার প্রয়োজন মনে করলে এগুলো সংস্কার করতে পারবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

'ভবিষ্যতে এই রায় যেন সরকারের কোন সিদ্ধান্তে প্রতিবন্ধকতা না হয়, সেজন্যই আপিল বিভাগ একথা বলেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১

ট্যাগ