গাজাবাসীদের রক্ষায় ইয়েমেনিদের সাহসিকতার প্রশংসায় ইরাকি সেনা কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/event-i139830-গাজাবাসীদের_রক্ষায়_ইয়েমেনিদের_সাহসিকতার_প্রশংসায়_ইরাকি_সেনা_কর্মকর্তা
ফিলিস্তিনের গাজাবাসীদের রক্ষায় ইয়েমেনিদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন ইরাকি প্রতিরোধ সংগঠন 'পপুলার মোবিলাইজেশন ফোর্স।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০২৪ ১৫:৩৫ Asia/Dhaka
  • গাজাবাসীদের রক্ষায় ইয়েমেনিদের সাহসিকতার প্রশংসায় ইরাকি সেনা কর্মকর্তা

ফিলিস্তিনের গাজাবাসীদের রক্ষায় ইয়েমেনিদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন ইরাকি প্রতিরোধ সংগঠন 'পপুলার মোবিলাইজেশন ফোর্স।

গতকাল (রোববার) ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের সাইয়েদ্যুশ শুহাদা ব্রিগেডের মহাসচিব আবু আলা আল-ওয়ালে গাজা উপত্যকার নিপীড়িত-নির্যাতিত মানুষকে রক্ষার জন্য ইয়েমেনি জনগণের 'অটলতা ও সাহসিকতার প্রশংসা করেন। ইরাকের ঐ সেনা কর্মকর্তা ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথিকে লেখা  এক বার্তায় এ প্রশংসা করেন।

ইয়েমেনিদের উচ্চমর্যাদা, সাহস, দৃঢ়তার প্রশংসা করে ওয়ালি আরো বলেন, অত্যাচারী ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে 'অধিকৃত ফিলিস্তিনের নিপীড়িত মানুষকে রক্ষায় আপনার ঐতিহাসিক ভূমিকা আপনার আত্মার আভিজাত্য এবং দৃঢ়তার প্রমাণ।

এই বার্তা পাঠানোর আগে গতকালই হুথি আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদেরকে আঘাত করতে হুথি আগের চেয়ে অনেক বেশি সক্ষম এবং তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে।

আনসারুল্লাহ প্রধান আরো বলেন, 'ইয়েমেনিরা ইসরাইলি শত্রুর সাথে সরাসরি মুখোমুখি হতে পেরে আনন্দিত এবং তারা অটল ও সাহসী জাতি।

হুথি নেতা দৃঢ়তার সাথে বলেন, ইসরায়েল- গাজার প্রতি ইয়েমেনের সমর্থন কখনও বন্ধ করতে পারবে না।

গাজায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা অব্যাহত রয়েছে। এ অবস্থায় অবরুদ্ধ গাজার  সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/জিএআর/২২