গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে ২০ লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ
https://parstoday.ir/bn/news/event-i139972-গাজাবাসীর_সমর্থনে_ইয়েমেনের_রাজপথে_২০_লাখ_মানুষের_বিক্ষোভ_সমাবেশ
গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের লাখ লাখ মানুষ গতকালও দেশটির রাজপথে নেমে এসেছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে প্রতি শুক্রবার ইসরাইলবিরোধী বিক্ষোভ করে আসছেন ইয়েমেনের বিপ্লবী জনতা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৭, ২০২৪ ১০:২৪ Asia/Dhaka
  • গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে ২০ লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ

গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের লাখ লাখ মানুষ গতকালও দেশটির রাজপথে নেমে এসেছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে প্রতি শুক্রবার ইসরাইলবিরোধী বিক্ষোভ করে আসছেন ইয়েমেনের বিপ্লবী জনতা।

রাজধানী সানায় গতকালের বিক্ষোভে অন্তত ২০ লাখ লোক সমবেত হয়েছিলেন এবং তারা ইসরাইলের বিরুদ্ধে আরো বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইয়েমেনের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

টানা ৪০তম সপ্তাহের মতো অনুষ্ঠিত এ বিক্ষোভে লাখ লাখ মানুষ ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং তারা ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলবিরোধী যে অভিযান চালাচ্ছে তার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং এ হামলা যেন জোরদার করা হয়।

ইয়েমেনের বিক্ষোভকারী জনতা সাম্রাজ্যবাদী আমেরিকা, উপনিবেশবাদী ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলকে ভয় না পেয়ে অকুতোভয় প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

যেসব আরব দেশ সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এবং গাজায় ভয়াবহ গণহত্যা সত্ত্বেও তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না ইয়েমেনের বিক্ষোভকারীরা তাদের বিরুদ্ধেও স্লোগান দেন। ইয়েমেনের বিপ্লবী জনতা ইসরাইলি আগ্রাসনের মুখে গাজাবাসী ফিলিস্তিনি জনগণের অটল ও অবিচল অবস্থানের ভুয়সী প্রশংসা করেন এবং তাদেরকে আরো ধৈর্য ধরার আহ্বান জানান। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।