প্যারিস অলিম্পিকে খ্রিস্টধর্মের চরম অবমাননা: বিভিন্ন মহলে নিন্দার ঝড়
https://parstoday.ir/bn/news/event-i140038-প্যারিস_অলিম্পিকে_খ্রিস্টধর্মের_চরম_অবমাননা_বিভিন্ন_মহলে_নিন্দার_ঝড়
পার্সটুডে-সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হয়েছে, বিশ্বের বহু মানুষ এবং বিশেষজ্ঞরা মনে করেন, প্যারিস অলিম্পিক ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানটি মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পবিত্রতা ও ধর্মীয় অবমাননার প্রতি আপত্তিকর চিত্র ও অঙ্গভঙ্গিতে পূর্ণ ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৮, ২০২৪ ১৮:৪৭ Asia/Dhaka
  • প্যারিস অলিম্পিকে খ্রিস্টধর্মের চরম অবমাননা: বিভিন্ন মহলে নিন্দার ঝড়

পার্সটুডে-সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হয়েছে, বিশ্বের বহু মানুষ এবং বিশেষজ্ঞরা মনে করেন, প্যারিস অলিম্পিক ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানটি মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পবিত্রতা ও ধর্মীয় অবমাননার প্রতি আপত্তিকর চিত্র ও অঙ্গভঙ্গিতে পূর্ণ ছিল।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অপ্রচলিত দৃশ্য এই ইভেন্টটিকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ক্রীড়া ইভেন্টে পরিণত করেছে। পার্সটুডের মতে, ফ্রান্স বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস প্ল্যাটফর্ম অলিম্পিকে অদ্ভুত এবং লজ্জাজনক দৃশ্য রেখে গেছে যা ইতিহাস হয়ে থাকবে।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে,মিউজিক্যাল বা প্রদর্শনীর দৃশ্যে অপ্রচলিত সমকামী চরিত্রগুলো তুলে ধরা হয়েছে যা থেকে কোটি কোটি মানুষের, বিশেষ করে খোদ খ্রিস্টানদের নৈতিকতা ও ধর্মের জন্যও অবমাননাকর। এ কারণে বিশ্বব্যাপী ব্যাপক ঘৃণা ও সমালোচনার ঝড় উঠেছে।

ফ্রান্সের বিশপ প্যারিস অলিম্পিকে কনফারেন্স ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সময় লাস্ট সাপারের একটি এলজিবিটি-থিমযুক্ত প্যারোডির জন্য আয়োজকদের নিন্দা করেছে।

শুক্রবার রাতে সেন্ট্রাল প্যারিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ড্র্যাগ কুইন, সমকামী এবং ট্রান্সসেক্সুয়ালদের একটি টেবিলে পোজ দেওয়ার মাধ্যমে শেষ হয়েছিল। লিওনার্দো দা ভিঞ্চির 'দ্য লাস্ট সাপার'-এ যিশু খ্রিস্ট এবং তার অনুসারীদের দেখা গেছে। ওই ছবির আদলে অলিম্পিক আয়োজনে খ্রিস্টান ধর্মকে অবমাননা করা হয়েছে বলে বিশপ অভিযোগ করেন।

অলিম্পিক আয়োজনে টেবিলের সামনে একটি বিশাল প্রদর্শনীতে নগ্ন মানুষ আবির্ভূত হয়েছিল যা মদ এবং উৎসবের গ্রীক দেবতা ডায়োনিসাসের মতো তৈরি হয়েছিল। পুরো পারফরম্যান্স জুড়ে, টেবিলের পিছনে একজন পুরুষ নৃত্যশিল্পীর উন্মুক্ত অণ্ডকোষ দেখতে পাওয়া যায়।

মিনেসোটার বিশপ রবার্ট ব্যারন এই পারফরম্যান্সকে ‘লাস্ট সাপারের প্রতি চরম উপহাস' বলে অভিহিত করেন। ইতালীয় উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টানকে অপমান করে অলিম্পিকের উদ্বোধন, ফ্রান্সের জন্য সত্যিই একটি খারাপ শুরু।

বিশপ সম্মেলন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যবশত এই অনুষ্ঠানে খ্রিস্টধর্মকে উপহাস এবং উপহাস করার জন্য এমন দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যে কারণে আমরা গভীরভাবে অনুতপ্ত।

এদিকে সারা বিশ্বের খ্রিস্টান এবং রক্ষণশীলরা এই অনুষ্ঠানের নিন্দা করেছেন। স্পেসএক্স এবং টেসলার সিইও ইলন মাস্ক এই দৃশ্যটিকে 'খ্রিস্টানদের জন্য অত্যন্ত অসম্মানজনক'বলে বর্ণনা করেছেন। প্রযুক্তি উদ্যোক্তা ডক্টর এলি ডেভিড বলেন, এমনকি একজন ইহুদি হিসাবে তিনি ‘যীশু এবং খ্রিস্টান ধর্মের এই জঘন্য অপমানে ক্ষুব্ধ হয়েছিলেন।'

প্যারিস অলিম্পিকের প্রেসিডেন্ট টনি এস্টানগুয়েট শনিবার সাংবাদিকদের বলেন, আমরা আমাদের মূল্যবোধ এবং আমাদের নীতিগুলো দেখানোর জন্য একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা যতটা সম্ভব শক্তিশালী একটি বার্তা দিতে চেয়েছি।

প্যারিস অলিম্পিকের প্রদর্শনীতে অনেকগুলো বিষয়ের ওপর আগে থেকে ধারণকৃত এমন কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয় যা থেকে শিশুদের যৌন আকাঙ্ক্ষাসহ বিকৃত যৌনাচারের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা কিনা সবাইকে বিস্মিত করেছে এবং ব্যাপক প্রতিবাদ হচ্ছে। এই প্রদর্শনীতে একটি ছোট মেয়ের উপস্থিতির বিষয়টিকে ফ্রান্স এবং ইউরোপের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি অন্ধকার ভবিষ্যত হিসাবে সমালোচকরা ব্যাখ্যা করেছিলেন।

ইতিমধ্যে, অলিম্পিকের অন্যতম আয়োজক জাভিয়ের তেবাস এবং 'লা লিগার' সভাপতি এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্ট প্রকাশ করে লিখেছেন: "এটা অগ্রহণযোগ্য, বিশুদ্ধ অসম্মান, বিরাট বদনাম! অলিম্পিক গেমসে লাস্ট সাপারের ইমেজ ব্যবহার করা ছিল চরম অবমাননাকর। ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা কোথায়? অলিম্পিক গেমসের ঐতিহ্যকে সম্মান করুন।"

এই ধর্মীয় অপমানের প্রতিক্রিয়ায়, ফরাসি বিশপরাও এক বিবৃতিতে বলেছেন, "দুর্ভাগ্য যে এই ইভেন্টে খ্রিস্টধর্মকে উপহাস করার দৃশ্য রয়েছে এবং আমরা গভীরভাবে দুঃখিত।"

অন্যদিকে, বেশ কয়েকজন যুদ্ধবিরোধী কর্মীর মতে, সেইন নদীতে ইহুদিবাদী শিশু-হত্যাকারী দলের কনভয়ের প্যারেড অনুষ্ঠান প্যারিসের কপালে আরেকটি কলঙ্কের দাগ যা কখনো মুছে যাবে না। কারণ ফিলিস্তিনের সমর্থক বিশ্বের স্বাধীনতাকামীরা আশা করেছিল যে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গাজায় ইহুদিবাদী শাসকদের হত্যার বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানাবে। কেননা ইসরাইল ফিলিস্তিনের বহু ক্রীড়াবিদকে হত্যা করেছে।

এই সমালোচনা সম্পূর্ণ সঠিক, কারণ ফ্রান্স নিজেকে তথাকথিত ট্রান্সজেন্ডারদের রক্ষা করতে বাধ্য বলে মনে করে, যারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।