ব্যবসা-বিনিয়োগ সবই হবে
১৪ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করছে ইরান ও গাম্বিয়া
ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আফ্রিকার দেশ গাম্বিয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই সম্পর্ক প্রতিষ্ঠা হবে বলে দুই দেশের পক্ষ থেকে গতকাল (সোমবার) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের স্বার্থ রক্ষার জন্য ১৪ বছর পর ইরান ও গাম্বিয়া নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও গাম্বিয়া সরকারের মধ্যে বেশ কিছু সংখ্যক বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। বিশেষ করে গতকাল তেহরানে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানের সাথে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারার যে বৈঠক হয়েছে সেখানে সম্পর্ক প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করছেন।
দুদেশের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, তেহরান এবং বানজুল পারস্পরিক শ্রদ্ধা ও সমতা এবং অভিন্ন স্বার্থের নীতির ভিত্তিতে আবার সম্পর্ক প্রতিষ্ঠা করবে। রাজনীতি, অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও দুই দেশ সহযোগিতার বিস্তার ঘটাবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
২০১০ সালের ২৩ নভেম্বর গাম্বিয়া ইরানের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটিতে নিযুক্ত ইরানের সমস্ত কূটনীতিক ও প্রতিনিধিকে ৪৮ ঘন্টার মধ্যে দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। গাম্বিয়ার এই পদক্ষেপের ব্যাপারে কোনো কারণ উল্লেখ না করলেও তেহরান মনে করে আমেরিকার চাপের মুখে গাম্বিয়া সরকার ওই সিদ্ধান্ত নিয়েছিল।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`