বৈরুতে ইহুদিবাদীদের হামলা
ইসরাইল আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন করেছে: রাশিয়া
লেবাননের রাজধানী বৈরুতের একটি জনবহুল এলাকার হাসপাতালে বর্বর হামলা চালানোর দায়ে ইহুদিবাদী ইসরাইলকে আন্তর্জাতিক আইন ভয়াবহভাবে লঙ্ঘন করার জন্য অভিযুক্ত করেছে রাশিয়া। মস্কো বলেছে, এই হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের সমস্ত মূলনীতি লঙ্ঘন করা হয়েছে এবং এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে গুরুতর সংঘাত সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে।
গতকাল (বুধবার) মস্কোয় সাংবাদিকদের ব্রিফিং করার সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র আন্দ্রে নাস্তাসিন এসব কথা বলেছেন। এর আগে ইসরাইল নিশ্চিত করে যে, তারা বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করেছে।
আন্দ্রে নাস্তাসিন জানান, বৈরুতের অন্যতম বড় হাসপাতালের কাছে আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরাইল হামলা চালায়। ওই হামলায় হিজবুল্লাহ কমান্ডার ছাড়াও দুই শিশু ও এক নারী মারা গেছেন। ইসরাইলি হামলায় হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে ৮০ ব্যক্তি আহত হন।
আন্দ্রে নাস্তাসিন বলেন, “আমরা এ ধরনের সামরিক অভিযানকে বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করি যা বহু বেসামরিক মানুষের প্রাণহানি ও বেসামরিক স্থাপনা ধ্বংসের ঝুঁকি তৈরি করতে পারতো।”
তিনি সুস্পষ্ট করে বলেন, “ইসরাইলের এই হামলা আমরা আন্তর্জাতিক আইনের মূলনীতি এবং লেবাননের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন ছাড়া আর কিছুই মনে করি না।” নাস্তাসিন হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, এই ধরনের হামলা পুরো অঞ্চলকে ভয়াবহ উত্তেজনা ও সংঘাতের মধ্যে ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সব পক্ষকে তিনি ধৈর্য ধারণের আহ্বান জানান।
এদিকে, ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে কঠোরভাবে নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র জোর দিয়ে বলেন, “মস্কো এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে যাতে ইসমাইল হানিয়ার মৃত্যু হয়েছেন।” পেসকভ আরো বলেন, ইসরাইলের এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার বিরোধী এবং এই ঘটনা পুরো অঞ্চলকে ভয়াবহ উত্তেজনা ও অস্থিতিশীলতার মধ্যে ফেলতে পারে।#
পার্সটুডে/এসআইবি/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`