হানিয়াকে হত্যা করার ‘জঘন্য ভুলের’ মাশুল দেবে ইসরাইল: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i140274-হানিয়াকে_হত্যা_করার_জঘন্য_ভুলের’_মাশুল_দেবে_ইসরাইল_পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানে হামাস ইসমাইল হানিয়াকে হত্যা করা ছিল ইহুদিবাদী ইসরাইলের একটি ‘জঘন্য ভুল’ যার কঠোর জবাব দেয়া হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৫, ২০২৪ ০৯:২৯ Asia/Dhaka
  • তেহরান সফরে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী
    তেহরান সফরে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানে হামাস ইসমাইল হানিয়াকে হত্যা করা ছিল ইহুদিবাদী ইসরাইলের একটি ‘জঘন্য ভুল’ যার কঠোর জবাব দেয়া হবে।

তিনি গতকাল (রোববার) তেহরান সফররত জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরাইল সকাল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে।

তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশের পাশাপাশি সকল স্বাধীনচেতা দেশ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাবে বলে তেহরান আশা করছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের সবচেয়ে বড় শত্রুরা সন্ত্রাসী কার্যকলাপ ও মারাত্মক অপরাধযজ্ঞ চালাতে তাদের বৈজ্ঞানিক উৎকর্ষ ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করছে।

সাক্ষাতে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং আম্মান মনে করছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে দিতে এই হত্যাকাণ্ড চালিয়েছেন।

সাফাদি দাবি করেন, গাজা উপত্যকায় গত প্রায় ১০ মাস ধরে ইসরাইল যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে জর্দান সরকারও তার নিন্দা জানিয়েছে।

গত বুধবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরাইলি হামলায় ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী ওয়অসিম আবু শাবান শাহাদাতবরণ করেন। হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে ইরান সফরে এসেছিলেন। ইসমাইল হানিয়াকে হত্যা করার কারণে ইহুদিবাদী ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ দেয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। #

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন