ইসরাইলের জন্ম সন্ত্রাসের দোলনায়; ভুল গণনার মধ্যদিয়ে কবর হবে: জেনারেল সালামি
https://parstoday.ir/bn/news/event-i140296-ইসরাইলের_জন্ম_সন্ত্রাসের_দোলনায়_ভুল_গণনার_মধ্যদিয়ে_কবর_হবে_জেনারেল_সালামি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরাইলের জন্ম হয়েছে সন্ত্রাসের দোলনায় এবং ভুল গণনার মধ্যদিয়ে তার কবর হবে। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৫, ২০২৪ ১৮:০৬ Asia/Dhaka
  • ইসরাইলের জন্ম সন্ত্রাসের দোলনায়; ভুল গণনার মধ্যদিয়ে কবর হবে: জেনারেল সালামি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরাইলের জন্ম হয়েছে সন্ত্রাসের দোলনায় এবং ভুল গণনার মধ্যদিয়ে তার কবর হবে। 

রাজধানী তেহরানে আজ (সোমবার) জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন জেনারেল সালামি।

১৯৪৮ সালে লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা ও তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদের পর ভয়াবহ সন্ত্রাসের মধ্যদিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্রের অবৈধ জন্ম। জেনারেল সালামি মূলত তার বক্তব্যে একথার প্রতি ইঙ্গিত দিয়েছেন।

অবৈধভাবে ইসরাইল রাষ্ট্রের জন্মের পর থেকেই তারা আঞ্চলিক বিভিন্ন দেশের সাথে নিয়মিতভাবে যুদ্ধ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং দিন দিন ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের দখলদারিত্বের আওতায় নিয়েছে। 

জেনারেল সালামি ইসরাইলি শাসকদের মারাত্মক ক্রিয়াকলাপকে "আগুনের নির্মিত ঘূর্ণি"র সাথে তুলনা করেন যা ইহুদিবাদী ইসরাইল সরকারকে ঘিরে রেখেছে। ইসরাইলের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে তিনি ইরানের পরমাণু বিজ্ঞানীদের এবং সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার ঘৃণ্য হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৫