ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া সিনওয়ার
https://parstoday.ir/bn/news/event-i140342-ইসমাইল_হানিয়ার_স্থলাভিষিক্ত_হলেন_ইয়াহিয়া_সিনওয়ার
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে নির্বাচিত করা হয়েছে। হামাস প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাতের পর গাজাভিত্তিক হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে সংগঠনের পলিটব্যুরোর প্রধান নির্বাচিত করা হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৭, ২০২৪ ১২:২৩ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া সিনওয়ার

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে নির্বাচিত করা হয়েছে। হামাস প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাতের পর গাজাভিত্তিক হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে সংগঠনের পলিটব্যুরোর প্রধান নির্বাচিত করা হলো।

গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে হামাস ঘোষণা দিয়েছে যে, “এখন থেকে শহীদ ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়ে সিনওয়ার সংগঠনের পলিট ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।” 

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় হামাসের সামরিক মাকার প্রধান কমান্ডার নির্বাচিত হন। সেই সময় ইসমাইল হানিয়াকে সংগঠনের পলিট ব্যুরোর প্রধান নির্বাচিত করা হয়। সিনিওয়ার সে সময়ও ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন। 

গত ৭ অক্টোবর হামাস ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে যে আকস্মিক অভিযান চালিয়েছে তার অন্যতম প্রধান কারিগর হচ্ছেন ইয়াহিয়া সিনওয়ার।

৭ অক্টোবরের অভিযানের পর ইহুদিবাদী ইসরাইল হামাসের যেসব নেতাকে হত্যা করবে বলে ঘোষণা দিয়েছে তার মধ্যে ৬১ বছর বয়সী সিনওয়ার রয়েছেন। ইসরাইল তার মাথার মূল্য ঘোষণা করেছে চার লাখ ডলার।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৭