ইয়াহিয়া সিনওয়ারকে অভিনন্দন জানালেন ইরানের সামরিক কমান্ডাররা
https://parstoday.ir/bn/news/event-i140420-ইয়াহিয়া_সিনওয়ারকে_অভিনন্দন_জানালেন_ইরানের_সামরিক_কমান্ডাররা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান নির্বাচিত হওয়ায় ইয়াহিয়া সিনওয়ারকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কমান্ডাররা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৯, ২০২৪ ১৭:০৪ Asia/Dhaka
  • ইয়াহিয়া সিনওয়ার
    ইয়াহিয়া সিনওয়ার

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান নির্বাচিত হওয়ায় ইয়াহিয়া সিনওয়ারকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কমান্ডাররা।

হামাস গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সংগঠনটির গাজা-ভিত্তিক সামরিক কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে সর্বসম্মতিক্রমে এটির পলিটব্যুরো প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন। হানিয়া গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের গুপ্তহত্যার শিকার হয়ে শাহাদাতবরণ করেন।

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বার্তায় বলেছেন, হানিয়ার উত্তরাধিকার নির্বাচনের মধ্যদিয়ে হামাস প্রমাণ করেছে, তারা ইসরাইল বিরোধী সংগ্রাম শক্তিমত্তার সঙ্গে চালিয়ে যেতে চায়। তিনি আরো বলেন, এ ঘটনায় আরো প্রমাণিত হয়েছে যে, প্রতিরোধ ফ্রন্টের নেতাদের হত্যা করে ইসরাইলবিরোধী প্রতিরোধ সংগ্রামকে দুর্বল করতে পারবে না তেল আবিব।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি হামাসের নতুন শীর্ষ নেতা হিসেবে নিয়োগ পাওয়ায় ইয়াহিয়া সিনওয়ারকে অভিনন্দন জানিয়েছে। তিনি বলেছেন, এই নিয়োগের ফলে ইহুদিবাদী ইসরাইল ও তার নির্লজ্জ সমর্থকরা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইরান হামাসসহ সকল প্রতিরোধ সংগঠনের প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, হামাসের শীর্ষ পদে সিনওয়ারের নিয়োগের ঘটনায় এই সংগঠনের গভীর অন্তর্দৃষ্টি এবং গতিশীলতা প্রমাণিত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।