ইসরাইলের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষ হবে না: হামাস নেতা হামদান 
(last modified Mon, 12 Aug 2024 06:04:21 GMT )
আগস্ট ১২, ২০২৪ ১২:০৪ Asia/Dhaka
  • ইসরাইলের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষ হবে না: হামাস নেতা হামদান 

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনা মতো গাজা যুদ্ধ বন্ধ হবে না। লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। 

লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান বলেন, চলমান এই যুদ্ধের সমাপ্তি হবে হামাসের অনুকূলে। তিনি বলেন, যদি মধ্যস্থতাকারীরা ইসরাইলি আগ্রাসনের অবসান চায় তাহলে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আমেরিকাকে সমর্থন দেয়া অবশ্যই বন্ধ করতে হবে। হামদান বলেন, “আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। আমরা শুধুমাত্র নতুন কাগজ এবং নতুন শিরোনামে আলোচনায় বসার জন্য অপেক্ষা করছি না। গাজা যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারীরা একটি চুক্তিতে পৌঁছাবে-এমনটা প্রত্যাশা করে হামাস।”

তিনি বলেন, এর আগেই যুদ্ধবিরতির বিষয়ে চুক্তিপত্র তৈরি হয়েছে, এখন সেগুলো বাস্তবায়নের পদ্ধতি এবং আগ্রাসন বন্ধের বিষয়ে ঘোষণা বাকি। মধ্যস্থতাকারীদের এই বিষয়গুলোর দিকে নজর দেয়া দরকার যাতে গাজা যুদ্ধ বন্ধের পরপরই দখলদার ইসরাইলের সেনা প্রত্যাহার করা হয় এবং গাজা উপত্যকায় ত্রাণ সহযোগিতা পাঠানো ও গাজাকে পুনর্গঠন করা যায়। 

ওসামা হামদান আরো বলেন, "ইহুদিবাদীদের একটি ভুল হিসাব আছে, তারা মনে করে প্রতিরোধকামীরা দুর্বল হয়ে গেছে, কিন্তু যুদ্ধক্ষেত্র নিশ্চিত করে যে, এটি প্রথম দিনের মতোই প্রচণ্ডভাবে লড়াই করছে।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২

ট্যাগ