ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল সময়মতো জবাব পাবে
https://parstoday.ir/bn/news/event-i140524-ইসমাইল_হানিয়াকে_হত্যার_জন্য_ইহুদিবাদী_ইসরাইল_সময়মতো_জবাব_পাবে
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করার কঠোর নিন্দা জানিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইহুদিবাদীরা সময়মতো এই বোকামিপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব পাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১২, ২০২৪ ১৪:১০ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল সময়মতো জবাব পাবে

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করার কঠোর নিন্দা জানিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইহুদিবাদীরা সময়মতো এই বোকামিপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব পাবে।

আইআরজিসির মুখপাত্র এবং জনসংযোগ দপ্তরের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি গতকাল (রোববার) কোম প্রদেশের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় একথা বলেছেন। তিনি বলেন, তেহরানে হামাস নেতাকে হত্যা জাতিসংঘ সনদের পরিষ্কার লঙ্ঘন এবং জ্ঞানমূলক ও রাজনৈতিক যুদ্ধের সুস্পষ্ট উদাহরণ। 

তিনি আরো বলেন, হামাস প্রধানের হত্যা "একটি জ্ঞানমূলক এবং রাজনৈতিক যুদ্ধের সুস্পষ্ট উদাহরণ যা ইরানের ভেতরে বিশৃংখলা সৃষ্টি করতে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তি কমাতে পরিচালিত হয়েছিল।"

আইআরজিসির এ কর্মকর্তা বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলার ভয় ঘিরে ধরেছে পুরো ইসরাইলকে। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের অবৈধ সরকার মনে করে যে, যখন তার অস্তিত্ব এবং পরিচয় ধ্বংসের দ্বারপ্রান্তে তখন তারা হত্যাকাণ্ড পরিচালনা করে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। কিন্তু তাদের সে আশা বাস্তবে রূপ লাভ করবে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২