জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করে চীন: ওয়াং ই
https://parstoday.ir/bn/news/event-i140540-জাতীয়_নিরাপত্তা_ও_সার্বভৌমত্ব_রক্ষায়_ইরানকে_সমর্থন_করে_চীন_ওয়াং_ই
হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে কঠোর শাস্তি দেয়ার বিষয়ে তেহরানের প্রতিশ্রুতির মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, "সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা" রক্ষায় ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করে চীন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১২, ২০২৪ ১৯:৩৪ Asia/Dhaka
  • আলী বাকেরি কানি ও ওয়াং ই
    আলী বাকেরি কানি ও ওয়াং ই

হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে কঠোর শাস্তি দেয়ার বিষয়ে তেহরানের প্রতিশ্রুতির মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, "সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা" রক্ষায় ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করে চীন।

গতকাল (রোববার) ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির সাথে এক ফোনালাপে ওয়াং ই একথা বলেন। তিনি তেহরানে হামাস প্রধানের হত্যার বিরুদ্ধে বেইজিংয়ের পক্ষ থেকে আবারো নিন্দা জানান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এতথ্য তুলে ধরেছে।

ওয়াং ই বলেন, তেহরানে হানিয়াকে শহীদ করার মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে। 

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, হানিয়ার হত্যাকাণ্ড গাজা যুদ্ধবিরতির আলোচনা প্রক্রিয়াকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

গত ৩১ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করার সময় হানিয়াকে শহীদ করে ইহুদিবাদী ইসরাইল। এর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১২