ইহুদিবাদীদের বর্বরতা ইসরাইলি বন্দীদের জীবন বিপন্ন করে তুলেছে
https://parstoday.ir/bn/news/event-i140656-ইহুদিবাদীদের_বর্বরতা_ইসরাইলি_বন্দীদের_জীবন_বিপন্ন_করে_তুলেছে
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা হামাসের হাতে থাকা বন্দীদের জন্য বিপদ সৃষ্টি করেছে। ফলে এসব বন্দীর জীবনে যে ঝুঁকি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে ইহুদিবাদী ইসরাইল দায়ী। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৬, ২০২৪ ১৭:৩৯ Asia/Dhaka
  • ইহুদিবাদীদের বর্বরতা ইসরাইলি বন্দীদের জীবন বিপন্ন করে তুলেছে

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা হামাসের হাতে থাকা বন্দীদের জন্য বিপদ সৃষ্টি করেছে। ফলে এসব বন্দীর জীবনে যে ঝুঁকি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে ইহুদিবাদী ইসরাইল দায়ী। 

গতকাল (বৃহস্পতিবার) হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে এসব কথা বলেছেন। এর কয়েকদিন আগে হামাসের প্রহরীদের হাতে ইসরাইলের একজন বন্দী নিহত এবং দুইজন মারাত্মকভাবে আহত হয়। 

গত শুক্রবার সকালে ইহুদিবাদী ইসরাইল মধ্য গাজার আল-দারাজ এলাকার একটি স্কুলে ফজরের নামাজের সময় বিমান হামলা চালিয়ে ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে শহীদ করে। এর প্রতিক্রিয়ায় হামাসের দুই প্রহরী ওই ইহুদি বন্দীকে হত্যা করে।

আবু উবাইদা বলেন, প্রতিদিন ইসরাইল গাজা উপত্যকায় যে মানবাধিকারের আইন লঙ্ঘন করছে এবং বর্বর গণহত্যা চালাচ্ছে তার ফলাফল হচ্ছে হামাসের হাতে বন্দি থাকা ইহুদিদের মৃত্যু।

হামাস মুখপাত্র বলেন, আমাদের যেসব সেনাকে বন্দীদের প্রহরী হিসেবে নিয়োগ করা হয়েছিল ইসরাইলের বর্বরতার কারণে তারা ক্ষিপ্ত হয়ে হামাসের নির্দেশনার বিরুদ্ধে ব্যক্তিগত উদ্যোগে এই প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যে সেনা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইহুদিবাদীদের বিমান হামলায় তার দুই শিশু নিহত হয়েছে বলে ওই হামাস যোদ্ধা খবর পেয়েছিলেন।

আবু ওবাইদা জোর দিয়ে বলেন, বন্দীদের ওপর হত্যাকাণ্ড পরিচালনা করা হামাসের নীতি নয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৬