ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যে যৌথ আবদার প্রত্যাখ্যান করল ইরান
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক অপরাধযজ্ঞের প্রতিশোধ না নিতে ইরানের প্রতি যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ওই দুই দেশের এ আহ্বান আবারো মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক ঘটনাপ্রবাহের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতি ফুটিয়ে তুলেছে।
তিনি বুধবার তেহরানে এক বিবৃতিতে আরো বলেন, ইরানের যেমন হামলাকারীকে শাস্তি দেয়ার সহজাত অধিকার রয়েছে তেমনি হামলাকারী যাতে তার অপরাধযজ্ঞের পুনরাবৃত্তি করতে না পারে সেজন্যও তাকে শাস্তি দেয়া জরুরি হয়ে পড়েছে। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ বিবৃতিতে ইরানের সে অধিকার উপেক্ষা করা হয়েছে এবং তারা ‘অযৌক্তিক আবদার’ জানিয়েছে।
ইরানের রাজধানী তেহরানে গত ৩১ জুলাই ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া।
তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তেহরান সফর করছিলেন। ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হানিয়ার শাহাদাতের বদলা নেয়ার ঘোষণা দেয়।
তেহরান সম্প্রতি বলেছে, এমন সময় এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া হবে যখন ইসরাইল মনে করবে ইরান হয়তো আর হামলা চালাবে না।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ইরানকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছিল, এ ধরনের হামলা হলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে। এ কারণে দেশ দুটি মধ্যপ্রাচ্যকে ‘এর চেয়ে বেশি অস্থিতিশীল করা’ থেকে বিরত থেকে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছিল।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।