তেহরানে ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার প্রতিশোধ অবশ্যই নেয়া হবে
https://parstoday.ir/bn/news/event-i140888
তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার প্রতিশোধ অবশ্যই নেয়া হবে, তবে ইহুদিবাদী ইসরাইলকে একটি কার্যকর ও বেদনাদায়ক জবাব দেয়ার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২৩, ২০২৪ ১৪:৩১ Asia/Dhaka
  • তেহরানে ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার প্রতিশোধ অবশ্যই নেয়া হবে

তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার প্রতিশোধ অবশ্যই নেয়া হবে, তবে ইহুদিবাদী ইসরাইলকে একটি কার্যকর ও বেদনাদায়ক জবাব দেয়ার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।

হুথি নেতা আব্দুল-মালিক আল-হুথি গতরাতে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, “ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিঃসন্দেহে একটি প্রতিশোধমূলক অভিযান চালাবে যা ইসরাইলের জন্য হবে বেদনাদায়ক ও কার্যকর। তবে সে অভিযান বাস্তবায়নে সতর্কতা অবলম্বন করতে গিয়েই মূলত প্রতিশোধ নেয়ার কাজে দেরি হচ্ছে।”

ইয়েমেনের এই হুথি নেতা বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় গত ৩১ জুলাইর পর থেকে ইসরাইলি বসতি স্থাপনকারীরা তীব্র আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।

তবে মধ্যপ্রাচ্যের অন্যত্র ইসরাইল বিরোধী অভিযান চলছে বলে জানান আব্দুল-মালেক আল-হুথি। তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইল বিরোধী অভিযান পূর্ণ মাত্রায় চলছে এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার সময় হিজবুল্লাহর পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের ভয়ে রয়েছে ইসরাইল।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসে গত ৩১ জুলাই তেহরানে ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশের শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা তাদের অতিথি ইসমাইল হানিয়াকে শহীদ করার ইসরাইলি পদক্ষেপের প্রতিশোধ নেয়ার হুমকি দেন।

হুথি নেতা ইয়েমেনের জনগণের উদ্দেশে দেয়া ভাষণে আরো বলেন, নিঃসন্দেহে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। চলতি সপ্তাহে লোহিত সাগরে ইসরাইলবিরোধী অভিযানে ২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানান আব্দুল-মালেক আল-হুথি।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।