গাজায় ইহুদিবাদী সেনাদের তাণ্ডব চলছে; আরো ৪২ ফিলিস্তিনির শাহাদাত
(last modified Fri, 23 Aug 2024 10:27:03 GMT )
আগস্ট ২৩, ২০২৪ ১৬:২৭ Asia/Dhaka
  • মধ্য গাজার নুসাইরাত এলাকায় ইসরাইলি বোমা হামলা
    মধ্য গাজার নুসাইরাত এলাকায় ইসরাইলি বোমা হামলা

ইহুদিবাদী ইসরাইলি সেনারা তাদের ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে মধ্য ও দক্ষিণ অংশ দিয়ে গাজা উপত্যকার আরো বেশি ভেতরে অনুপ্রবেশ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার গাজা উপত্যকা জুড়ে বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণে আরো অন্তত ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

দখলদার সেনারা গাজার ২৪ লাখ অধিবাসীর মধ্যে ১৭ লাখ ফিলিস্তিনিকে উপত্যকার মাত্র এক দশমাংশ এলাকায় ঘেরাও করে ফেলেছে।

মধ্য গাজার দেইরাল বালাহ শহরের পূর্বদিক দিয়ে দখলদার সেনারা আরো বেশি অগ্রসর হয়েছে এবং তারা এই শহরের সঙ্গে নিকটস্থ খান ইউনিসের সংযোগ সড়কটি বন্ধ করে দিয়েছে। পশ্চিম দিক দিয়েও ইসরাইলি ট্যাংক সামনে অগ্রসর হয়েছে এবং খান ইউনিসের আল-কারারা ও হামাদ এলাকার অধিবাসীদেরকে তাদের তাবু ও আশ্রয়কেন্দ্রগুলো ছেড়ে যেতে বাধ্য করেছে।

আশ্রয়হীন এসব মানুষের অনেকে রাস্তাতেই রাত কাটাচ্ছেন, অনেক সমুদ্র উপকূলে চলে গেছেন এবং বাকিরা কোনো আশ্রয় খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলের দিকে খান ইউনিসের একটি চৌরাস্তার কাছে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার রাফাহ শহরে অতর্কিত আক্রমণ চালিয়ে একদল ইসরাইলি সেনাকে হতাহত করেছেন।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় জীবন বিপন্ন হওয়া রোগীদের বাদ দিয়ে বাকি সব রোগীকে ছেড়ে দেয়া হয়েছে। তাদেরকে উপত্যকার অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে।

গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি গণহত্যায় নিহতের সংখ্যা ৪০,২৬৫ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো ৮০ হাজারের বেশি মানুষ। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৩

 

ট্যাগ