গাজার ওপর ইসরাইলি গণহত্যা বন্ধ করার আহ্বান জানাল ইরান ও সৌদি আরব
https://parstoday.ir/bn/news/event-i140978-গাজার_ওপর_ইসরাইলি_গণহত্যা_বন্ধ_করার_আহ্বান_জানাল_ইরান_ও_সৌদি_আরব
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। একইসঙ্গে দু’দেশ যুদ্ধ-বিধ্বস্ত এই উপত্যকায় জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার ওপরও গুরুত্ব আরোপ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৬, ২০২৪ ১১:৩৩ Asia/Dhaka
  • গাজার ওপর ইসরাইলি গণহত্যা বন্ধ করার আহ্বান জানাল ইরান ও সৌদি আরব

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। একইসঙ্গে দু’দেশ যুদ্ধ-বিধ্বস্ত এই উপত্যকায় জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার ওপরও গুরুত্ব আরোপ করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এক ফোনালাপে এ আহ্বান জানানো হয়।  এ সময় দুই শীর্ষ কূটনীতিক গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যা ও অপরাধযজ্ঞ চলতে থাকা এবং পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন।

ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী ইরান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় জানান।

আরাকচি ও ফারহান বলেন, তেহরান ও রিয়াদের মধ্যে সহযোগিতার সম্পর্ক শক্তিশালী হলে তা দু’দেশের পাশাপাশি গোটা অঞ্চলের স্বার্থ রক্ষা করবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর এক এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সংলাপ, সহযোগিতা, সমন্বয় ও সহমর্মিতার ভিত্তিতে একটি ‘শক্তিশালী ও ঐক্যবদ্ধ’ অঞ্চল গঠনকে ইরানের পররাষ্ট্রনীতিতে জোর দেয়া হয়েছে।

গত দু’দিনে সৌদি আরবের পাশাপাশি মিশর ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফোনালাপ হয়েছে বলেও জানান সাইয়্যেদ আব্বাস আরাকচি। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।