গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে আরো ২ দখলদার সেনা নিহত
https://parstoday.ir/bn/news/event-i141000-গাজায়_প্রতিরোধ_যোদ্ধাদের_হাতে_আরো_২_দখলদার_সেনা_নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধকামী যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো দুই সেনা নিহত হয়েছে। সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৬, ২০২৪ ১৯:৪২ Asia/Dhaka
  • গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে আরো ২ দখলদার সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধকামী যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো দুই সেনা নিহত হয়েছে। সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে। 

ইসরাইলি সামরিক বাহিনী গতকাল (রোববার) জানিয়েছে, গাজায় নতুন করে যে দুই সেনা নিহত হয়েছে তাদের একজন স্টাফ সার্জেন্ট পদমর্যাদার এবং অন্যজন মাস্টার সার্জেন্ট। তাদের দুজনের মধ্যে একজন খান ইউনুস শহরে এবং অন্যজন গাজা সিটিতে নিহত হয়। তারা দুজনই প্রতিরোধ যোদ্ধাদের বোমার বিস্ফোরণে নিহত হয়েছে।  গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত তাদের ৭০২ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল। 

এদিকে, শনিবার নিহত ইসরাইলের ৬ সেনার দাফন সম্পন্ন হয়েছে গতকাল। হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এসব সেনা নিহত হয়েছিল। এছাড়া, আজ দক্ষিণ গাজার আল-কারা শহরের কাছে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। তারা জানিয়েছে, একটি দখলীকৃত বাড়িতে অবস্থান করা ইসরাইলি সেনদের বিরুদ্ধে তারা থার্মোবারিক গ্রেনেড দিয়ে হামলা চালায়। তবে, এতে কতজন ইসরাইল সেনা হতাহত হয়েছে সে তথ্য পাওয়া যায়নি।#

পার্সটুডে/এসআইবি/এমএএআর/২৬