আগামীকাল ১২ ঘণ্টা বাংলা বন্ধ ডেকেছে বিজেপি
নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল পশ্চিমবঙ্গ, গ্রেফতার ৯৪
কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্যের সচিবালয় নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ।
আজ (মঙ্গলবার) 'পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের ব্যানারে বিক্ষুব্ধ জনতা নবান্ন অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।
আন্দোলনের নামে নবান্ন অভিযানে তাণ্ডবের অভিযোগ করেছেন রাজ্য পুলিশের দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার। তিনি বলেন, “আন্দোলনকারীরা সাঁতরাগাছি, হাওড়া ময়দানে পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভাঙা, গার্ডরেল ওলটানো, ইট-পাথর নিক্ষেপ, পুলিশকে মারধর করা, গাড়ি জ্বালিয়ে দেওয়াসহ নানা ধরণের তাণ্ডব চালিয়েছে। এখনও পর্যন্ত ৯৪ জনকে গ্রেফতার করেছি আমরা।”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই বিক্ষোভ মিছিলের কোনো অনুমতি ছিল না বলে পুলিশ দাবি করেছে। আগেরদিন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল, মিছিলের মাধ্যমে সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই আন্দোলনে সমর্থন দিচ্ছে বিজেপি। তবে আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণরুপে ছাত্র আন্দোলন। ছাত্র সংগঠনগুলোই এই আন্দোলনের আয়োজন করেছে।
আজ সকালে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় নেতা সুভেন্দু অধিকারী জানিয়েছেন, আন্দোলনের পরিকল্পনার পর চারজন ছাত্রনেতা নিখোঁজ রয়েছেন। এক্স এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের ধারণা মমতার পুলিশ তাদের গ্রেপ্তার বা আটক করেছে। যদি তাদের কিছু হয় তবে মমতার পুলিশই দায়ী থাকবে।’
শুভেন্দু অধিকারী বলেন, ‘ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন। তাদের উপর অত্যাচার চলছে। পুলিশকে বলব অবিলম্বে এটা বন্ধ করতে।’
এদিকে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টা বাংলা বন্ধ ডেকেছে বিজেপি।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলা'কে অচল করার প্রয়াস চালাচ্ছে বিজেপি। আগামীকাল প্রস্তাবিত ধর্মঘট মানা হবে না। সরকারি অফিস, দোকানপাট খোলা থাকবে। যান চলাচলও স্বাভাবিক রাখা হবে।#
পার্সটুডে/এমএআর/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।