২০ বছরের মধ্যে সবচেয়ে পাশবিক হামলা
পশ্চিম তীরে চলছে ইসরাইলি তাণ্ডব: মসজিদের ভেতরেই ৫ ফিলিস্তিনিকে হত্যা
আন্তর্জাতিক নিন্দার ঝড় সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীরে গত দুই দশকের মধে সবচেয়ে ভয়াবহ পাশবিকতা ও তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বুধবার থেকে শুরু হওয়া এ তাণ্ডবে এ পর্যন্ত অন্তত ১৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পশ্চিম তীরের বিভিন্ন শহরে বুধবারের ভয়াবহ হামলায় ১২ ফিলিস্তিনি শহীদ হন। এরপর বৃহস্পতিবার পশ্চিম তীরের তুলকারেম শহরে অবস্থিত নূর শামস শরণার্থী শিবিরের একটি মসজিদে অনুপ্রবেশ করে পাঁচ ফিলিস্তিনি নির্মমভাবে হত্যা করে দখলদার সেনারা। এছাড়া, পূর্ব জেনিন শহরে দখলদার সেনাদের গুলিতে আরো একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে।
বুধবার ইসরাইলি সেনাদের ট্যাংক ও সাঁজোয়া যানের বিশাল বহর পশ্চিম তীরে অনুপ্রবেশ করে। সেইসঙ্গে আকাশে টহল দিতে থাকে বহু হেলিকপ্টার গানশিপ ও যুদ্ধবিমান।
দখলদার সেনারা পশ্চিম তীরের জেনিন, তুলকারেম ও তুবাস শহরের শরণার্থী শিবিরগুলো ঘিরে ফেলে সেসব ক্যাম্পে তাণ্ডব শুরু করে। এর ফলে পশ্চিম তীরের পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটে। ইসরাইলি সেনারা ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোর বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তাদের তাণ্ডব চালায়।
গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ভয়াবহ তাণ্ডব চালালেও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযান চালায়নি দখলদার সেনারা। তবে এবার তারা সমগ্র ফিলিস্তিনে তাণ্ডব শুরু করল।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/৩০