গাজায় ৬ ইসরাইলি বন্দী নিহতের জের
জনমনে ব্যাপক ক্ষোভ; ইসরাইলে চলছে সাধারণ ধর্মঘট
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দিদের মুক্তি নিশ্চিত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভাকে ওপর চাপ সৃষ্টি করতে সাধারণ ধর্মঘট শুরু হয়েছে।
দক্ষিণ গাজার রাফা শহরের একটি সুড়ঙ্গের মধ্যে গতকাল (রোববার) ছয় ইসরাইলি বন্দীর লাশ পাওয়ার পর হিস্তাদ্রুত নামে ইসরাইলের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়।
যত তাড়াতাড়ি সম্ভব নেতানিয়াহু প্রশাসন একটি চুক্তিতে পৌঁছাক-এমন দাবিতে উপকূলীয় শহর তেল আবিবের ইবনে গভিরল স্ট্রিট অবরোধ করে বহু বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা একটি রেলেওয়ে জংশনেও জড়ো হয় এবং ইসরাইলের উত্তরের রোশ পিনা শহরের একটি রাস্তা অবরোধ করে।
হিস্তাদ্রুতের একটি তালিকা এবং কিছু শহর থেকে প্রকাশিত বিবৃতি অনুসারে, তেল আবিব এবং হাইফাসহ আরো বেশকিছু পৌরসভা এই ধর্মঘটে যোগ দেয়ার কথা ঘোষণা করেছে।
তালিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অনেক মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিছু অংশও অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা ধর্মঘটে যোগ দেবে। ইসরাইলের বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, তিনি এই ধর্মঘটকে সমর্থন করছেন।
এদিকে, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুই ঘণ্টার জন্য বিমানের ওঠানামা বন্ধ রাখে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২