শেষ পর্যন্ত ইসরাইলে আংশিক অস্ত্রবিক্রি নিষিদ্ধ করল ব্রিটেন 
https://parstoday.ir/bn/news/event-i141290-শেষ_পর্যন্ত_ইসরাইলে_আংশিক_অস্ত্রবিক্রি_নিষিদ্ধ_করল_ব্রিটেন
ইহুদিবাদী ইসরাইলের কাছে আংশিকভাবে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে ব্রিটেন। গত কয়েক মাস ধরে ইসরাইলে অস্ত্ররপ্তানির বিরুদ্ধে ব্রিটেনে বিক্ষোভ চলার পর শেষ পর্যন্ত লন্ডন এই সিদ্ধান্ত নিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১৯:০২ Asia/Dhaka
  • শেষ পর্যন্ত ইসরাইলে আংশিক অস্ত্রবিক্রি নিষিদ্ধ করল ব্রিটেন 

ইহুদিবাদী ইসরাইলের কাছে আংশিকভাবে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে ব্রিটেন। গত কয়েক মাস ধরে ইসরাইলে অস্ত্ররপ্তানির বিরুদ্ধে ব্রিটেনে বিক্ষোভ চলার পর শেষ পর্যন্ত লন্ডন এই সিদ্ধান্ত নিল।

বিক্ষোভকারীরা বলে আসছিল, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে, অস্ত্র বিক্রির মধ্য দিয়ে ব্রিটেন মূলত তার অংশীদারে পরিণত হয়েছে। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গতকাল (সোমবার) পার্লামেন্টকে জানিয়েছেন, ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানির জন্য যে ৩৫০টি লাইসেন্স দেয়া আছে তার মধ্যে ৩০টি স্থগিত করা হয়েছে। 

ব্রিটেন থেকে অস্ত্র নিয়েই ইসরাইল তা গাজায় গণহত্যা চালাতে কোনভাবে অপব্যবহার করছে কিনা এ ব্যাপারে পার্লামেন্টের কাছে মূল্যায়ন তুলে ধরার দায়িত্ব ছিল ডেভিড ল্যামির ওপর। তিনি পার্লামেন্টকে জানিয়েছেন, আইন লঙ্ঘন করে গাজায় হত্যাকাণ্ড চালানোর ব্যাপারে বিরাট ঝুঁকি রয়েছে।এরপরেই ব্রিটিশ সরকার ইসরাইলের কাছে আংশিক অস্ত্র বিক্রে নিষিদ্ধ করে।#

পার্সটুডে/এসআইবি/৩