সাঈদ চালান্দারির বিবৃতি
আঞ্চলিক উত্তেজনার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটনার দাবি নাকচ ইরানের
এক মাসেরও বেশি সময় আগে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের জের ধরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির কারণে ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ওঠানামা কমিয়ে দেয়া সংক্রান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে তেহরান।
তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ চালান্দারি মঙ্গলবার তেহরানে এক বিবৃতিতে বলেছেন, হামাস নেতা হানিয়ার হত্যাকাণ্ডের পরপরই শুধুমাত্র কয়েকটি বিদেশি এয়ারলাইন্সকে বলা হয়েছিল তারা যেন তাদের রাতের ফ্লাইটগুলো দিনের ভাগে পরিচালনা করে।
তিনি বলেন, ইমাম খোমেনী বিমানবন্দর কিংবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কেউই ফ্লাইট পরিচালনার সময়সীমায় পরিবর্তন আনেনি; তবে চলমান ঘটনাপ্রবাহের কারণে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর অনুরোধ রক্ষা করেছে মাত্র।
গত ৩১ জুলাই গভীর রাতে তেহরান সফররত হামাস নেতা ইসমাইল হানিয়া ইসরাইলি গুপ্তহত্যার শিকার হলে ইরান এ ঘটনার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। ফলে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছায়।
এর জের ধরে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো এ অঞ্চলে বিশেষ করে ইসরাইলে তাদের ফ্লাইটগুলো বাতিল বা স্থগিত করে। চালান্দারি এ সম্পর্কে বলেন, শুধুমাত্র জার্মান বিমান সংস্থা লুফথানসা ইরানসহ কয়েকটি দেশে তার ফ্লাইট বাতিল করে। তিনি জানান, ইরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমাবন্দরে চলতি বছরের মার্চ মাসে গত বছরের একই সময়ের তুলনায় বিমান ওঠানামা ১৪% বেড়েছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৪