অশান্ত মণিপুর: তিন জেলায় কারফিউ জারি, ইন্টারনেট পরিষেবা বন্ধ
ছাত্র বিক্ষোভের জেরে ভারতের মণিপুর রাজ্যের পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। আজ (মঙ্গলবার) এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে খবর জানিয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম ইম্ফলের প্রশাসকগণ নিজ নিজ জেলায় ভোর ৫ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন। তবে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখে আজ (মঙ্গলবার) সকাল ১১ টায় আগের ঘোষণা বাতিল করে আবারও কারফিউ জারি করা হয়।
এদিকে, কারফিউ সত্ত্বেও মণিপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংয়ের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ করেছে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
উদ্ভূত পরিস্থিতিতে আজ (মঙ্গলবার) দুপুর ৩টে থেকে আগামী পাঁচ দিনের জন্য গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এক নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে মণিপুর সরকার।
গত বছরের মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তবে, চলতি সেপ্টেম্বর মাসে নতুন করে তপ্ত হয়েছে মণিপুর। গতকাল (সোমবার) ইম্ফলের রাস্তায় হাজার হাজার ছাত্রছাত্রী বিক্ষোভ করেছে। সহিংসতা ও স্কুল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানায় তারা।
ইম্ফল উপত্যকার গোষ্ঠী মেইতিদের সঙ্গে নিকটবর্তী পাহাড়ি সম্প্রদায় কুকি-জোদের সংঘর্ষে এখন পর্যন্ত ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আর ঘর ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক হাজার মানুষ।#
পার্সটুডে/এমএআর/১০