প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাকে পৌঁছেছেন ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i141516-প্রথম_রাষ্ট্রীয়_সফরে_ইরাকে_পৌঁছেছেন_ইরানি_প্রেসিডেন্ট_পেজেশকিয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান গত জুলাইয়ের শেষ দিকে দেশের প্রধান নির্বাহী হিসেবে শপথ নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাকে গেছেন। আজ (বুধবার) রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি অবতরণ করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৩:১৭ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান গত জুলাইয়ের শেষ দিকে দেশের প্রধান নির্বাহী হিসেবে শপথ নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাকে গেছেন। আজ (বুধবার) রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি অবতরণ করে।

তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির আমন্ত্রণে একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের প্রধান হয়ে ইরাক সফর করছেন।

তিন দিনের এই সফরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ঊর্ধ্বতন ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, পারস্পরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন এবং ব্যবসায়ীসহ ইরাকে বসবসারত ইরানিদের একটি সমাবেশে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আনুষ্ঠানিক বৈঠকের পর প্রেসিডেন্ট পবিত্র নাজাফ শহরে হযরত ইমাম আলী (.) এর মাজার এবং কারবালায় শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম হযরত ইমাম হুসাইন (.)এর মাজার জিয়ারত করবেন। 

ইরাকে অবস্থানকালে পেজেশকিয়ান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বসরা শহরে ইরানি সংস্থাগুলোর মাধ্যমে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শন এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিল ও সুলায়মানিয়া শহর পরিদর্শন করবেন বলে কথা রয়েছে। 

সফরে প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান ত্যাগের আগে তিনি জানিয়েছেন, ইরাক সফরের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান ১৫টির মতো সমঝোতা স্মারক সই করবেন। এই সফর দু দেশের সম্পর্কের কৌশলগত গভীরতা আরো বাড়াবে এবং ইরাকের সাথে ইরানের সহযোগিতাকে একটি নতুন ধাপে প্রবেশ করতে সহায়তা করবে বলে তিনি আশা করেন"#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।