গাজায় গণহত্যা বন্ধ করতে ফ্যাসিস্ট ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করুন: হামাস
https://parstoday.ir/bn/news/event-i141826-গাজায়_গণহত্যা_বন্ধ_করতে_ফ্যাসিস্ট_ইসরাইলের_ওপর_চাপ_সৃষ্টি_করুন_হামাস
ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে যে প্রস্তাব পাস হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১৫:০২ Asia/Dhaka
  • গাজায় গণহত্যা বন্ধ করতে ফ্যাসিস্ট ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করুন: হামাস

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে যে প্রস্তাব পাস হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, এই প্রস্তাব ফিলিস্তিনি জাতি ও তার ন্যায়সঙ্গত অধিকারের প্রতি আন্তর্জাতিক সমাজের সত্যিকার সমর্থনের বিষয়টি তুলে ধরেছে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিরা যে জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অধিকার রাখে এ প্রস্তাবের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোর দাবি জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বুধবার রাতে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়।  প্রস্তাবের পক্ষে মোট ১২৪টি দেশ ভোট দিয়েছে।  অন্যদিকে আমেরিকাসহ ১৪টি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে। ব্রিটেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, ভারত ও জার্মানিসহ ৪৩টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহিত প্রস্তাবে ‘অবিলম্বে’ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার এবং অবৈধ ইহুদি বসতিগুলো গুটিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে।

যেসব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে হামাস সেসব দেশকে ধন্যবাদ জানিয়েছে। সেইসঙ্গে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে ফ্যাসিস্ট ইসরাইল সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য এসব দেশের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। #

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন