লেবাননের হিজবুল্লাহর সামরিক কমান্ডারের শাহাদাতে হামাসের বার্তা: 'ইসরাইল শাস্তি পাবে'
দখলদার ইসরাইলের হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম আকিলের শাহাদাতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, শহীদ ইব্রাহিম আকিলসহ সব শহীদের রক্ত ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আগুনের লেলিহান শিখা হয়ে ওঠবে এবং দখলদার ইসরাইল তার কর্মের জন্য শাস্তি পাবে।
গতকাল (শুক্রবার) লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় ঐ সামরিক কমান্ডার শহীদ হয়েছেন।
হামাসের বিবৃতিতে ইব্রাহিম আকিলকে আল-কুদসের শহীদ হিসেবে আখ্যায়িত করে বলা হয়েছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের ভাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ আবারও ঐক্যের গুরুত্বকেই তুলে ধরছে।
গাজা তথা ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে লেবাননিরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসীয় বলে বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।
৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করলে হিজবুল্লাহ যোদ্ধারা গাজাবাসীর সমর্থনে এবং লেবাননের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করে। এই ধারা এখনও অব্যাহত রয়েছে।#
পার্সটুডে/এসএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।