লেবাননি পররাষ্ট্রমন্ত্রীকে বললেন পেজেশকিয়ান
‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের কিছুই অবশিষ্ট রাখেনি ইসরাইল’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকার সহায়তায় মানবতাবিরোধী অপরাধের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন বলতে কিছুই অবশিষ্ট রাখেনি।
গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার অবকাশে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাজিব মিকাতির সাথে বৈঠকে একথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে লাগাতার সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধ করে চলেছে তার বিরুদ্ধে কড়া নিন্দা ও সমালোচনা করেন মাসুদ পেজেশকিয়ান। ইসরাইলকে অন্ধ সমর্থন দেয়ার জন্য তিনি আমেরিকারও কড়া সমালোচনা করেন।
মাসুদ পেজেশকিয়ান বলেন, আমেরিকার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সহায়তা ছাড়া কোনমতেই ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে এই ধরনের অপরাধমূলক তৎপরতা চালানোর সাহস পেত না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন সম্প্রসারণের যে সমস্ত ঘটনা ঘটছে তার দিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৪১ হাজার ৪৯৫ জন নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, গত সোমবার লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল যাতে ৫০০’র বেশি মানুষ শহীদ এবং ২০০০-এর বেশি আহত হয়েছেন।
ইসরাইলের এই আগ্রাসনের পরও যে সমস্ত মুসলিম দেশ নীরব রয়েছে তাদেরকে ফিলিস্তিন ও লেবাননের মুসলমানদের বিষয়ে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান পেজেশকিয়ান। একই সাথে তিনি ইরানের পক্ষ থেকে লেবাননকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন