ইরান ও ইয়েমেনে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
(last modified Sat, 28 Sep 2024 10:46:19 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১৬:৪৬ Asia/Dhaka
  • তেহরানে বিক্ষোভ
    তেহরানে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা এবং লেবাননের বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইরান ও ইয়েমেনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কয়ারে গতরাতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা মার্কিন মদদপুষ্ট ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে 'ইসরাইল ধ্বংস হোক' এবং 'আমেরিকা ধ্বংস হোক' বলে স্লোগান দেয়।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেহরানের ইনকিলাব স্কয়ারে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের হাতে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর ছবি এবং ফিলিস্তিনি ও হিজবুল্লাহর পতাকা ছিল। তাঁরা ‘ইসরাইলের ধ্বংস, লেবাননের বিজয়’ বলে স্লোগান দেন। এসময় তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দেন।

ইরানের অন্যান্য শহরেও গতকাল জুমা নামাযের পর বিক্ষোভ হয়েছে। দক্ষিণ খোরাসানের মানুষ নিপীড়িত ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের সমর্থনে সোচ্চার হয়েছে। গোলেস্তানে ইরানি কবিরাও জুমার নামাজের সময় ফিলিস্তিনিপন্থী কবিতা আবৃত্তি করে গাজাবাসীর প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন।

এছাড়া, সিস্তান ও বেলুচিস্তান, তাবরিজ, ফার্স, কুহকিলুয়ে ও বুয়ের আহমাদ প্রদেশে ইসরাইলবিরোধ বিক্ষোভে শামিল হন হাজার হাজার মানুষ।

ইয়েমেনে বিশাল বিক্ষোভ

গতকাল ইরানের পাশাপাশি ইয়েমেন ও বাহরাইনে বিক্ষোভের খবর পাওয়া গেছে। ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে রাইফেল ছিল। কেউ কেউ প্ল্যাকার্ড হাতে আসেন।

ইসরাইলের মিত্র বাহরাইনেও গাজা ও লেবাননের সমর্থনে এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।#