এক বছরে গাজার ৮১৪টি মসজিদ ধ্বংস করেছে ইসরাইল: মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/event-i142360-এক_বছরে_গাজার_৮১৪টি_মসজিদ_ধ্বংস_করেছে_ইসরাইল_মন্ত্রণালয়
ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে গত এক বছরের ভয়াবহ গণহত্যার সময় প্রায় এক হাজার মসজিদ ধ্বংস করেছে বলে গাজার ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ০৬, ২০২৪ ১১:৫৯ Asia/Dhaka
  • গাজার ক্ষতিগ্রস্ত একটি মসজিদ
    গাজার ক্ষতিগ্রস্ত একটি মসজিদ

ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে গত এক বছরের ভয়াবহ গণহত্যার সময় প্রায় এক হাজার মসজিদ ধ্বংস করেছে বলে গাজার ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি বিমান হামলায় ৮১৪টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস এবং আরো ১৪৮টি মসজিদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদের পাশাপাশি দখলদার সেনারা তিনটি গির্জা এবং ১৯টি গোরস্থান ধ্বংস করেছে বলেও ওই মন্ত্রণালয় জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সব মিলে ইসরাইলি আগ্রাসনে গাজার ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয়ের ৩৫ কোটি ডলার মূল্যের সম্পদ ধ্বংস হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে যে ইসরায়েলি সৈন্যরা কবরস্থানগুলোর পবিত্রতা নষ্ট  করেছে, তারা কবর থেকে বহু মৃতদেহ উত্তোলন করেছে এবং মৃত ব্যক্তিদের দেহের ওপর বর্বর নৃশংসতা চালিয়েছে। এটি আরও উল্লেখ করেছে যে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের অধীনে থাকা ‌‌১১টি প্রশাসনিক স্থাপনা ধ্বংস হয়েছে যা গাজায় এই ধরনের ধ্বংসপ্রাপ্ত কাঠামোর শতকরা ৭৯ ভাগ।

গাজায় স্থল আগ্রাসনের সময় এই মন্ত্রণালয়ের ২৩৮ কর্মীকে হত্যা এবং ১৯ জনকে ধরে নিয়ে গেছে ইসরাইল। মন্ত্রণালয় গাজাবাসীর বিরুদ্ধে চলমান জাতিগত শুদ্ধি অভিযান অবিলম্বে বন্ধ করতে ব্যস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬