ইসরাইলের বর্বরতা চলছেই
গাজার মসজিদ ও স্কুলে ভয়াবহ বোমা হামলা; অন্তত ২৪ জন শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল "দুটি ভয়ঙ্কর গণহত্যা" চালিয়েছে যাতে অন্তত ২৪ ফিলিস্তিনি শহীদ এবং ৯৩ জন আহত হয়েছেন।
আজ (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় বলেছে, ইহুদিবাদী বাহিনী আল-আকসা শহীদ হাসপাতালের কাছে অবস্থিত আল-আকসা শহীদ মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে বোমা হামলা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
বিবৃতিতে বলা হয়েছে, গাজার দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত দুটি স্থাপনাতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। ইসরাইলের বর্বর বাহিনী দাবি করেছে, আল-আকসা শহীদ মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ড সেন্টার ছিল।
গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইসরাইল এ ধরনের ভিত্তিহীন বহু দাবি করেছে কিন্তু নিজেদের পক্ষে যথেষ্ট প্রমাণ দেখাতে পারেনি। সে কারণে বেসামরিক অবকাঠামোতে ইসরাইলি হামলার ন্যায্যতা খুঁজে পেতে এ ধরনের মিথ্যা দাবি তোলা হয়।
গত ৪৮ ঘন্টায় গাজার ২৭টি বাড়ি, স্কুল এবং উদ্বাস্তুদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বাহিনীর মারাত্মক হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে মেডিকেল সূত্রে ঘোষণা করা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন