ইসরাইলে ব্যাপকভাবে রকেট হামলা হিজবুল্লাহর, আয়রন ডোম ব্যর্থ
(last modified Mon, 07 Oct 2024 08:40:06 GMT )
অক্টোবর ০৭, ২০২৪ ১৪:৪০ Asia/Dhaka
  • ইসরাইলে ব্যাপকভাবে রকেট হামলা হিজবুল্লাহর, আয়রন ডোম ব্যর্থ

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলের ভেতরে সফল অভিযানের বার্ষিকীর প্রাক্কালে গতকাল (রোববার) লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত ভুখণ্ড লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় বন্দরনগরী হাইফাতে অন্তত পাঁচজন আহত হয়।

ইসরাইলের বর্বর সামরিক বাহিনী হাইফা নগরীতে হিজবুল্লাহর ছোঁড়া পাঁচটি রকেটকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বাধা দিতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে। তারা জানিয়েছে, কী কারণে আয়রন ডোম ব্যর্থ হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ইসরাইলি সেনারা বলেছে, তারা রকেট আটকাতে চেষ্টা করেছে।

হাইফা নগরীতে হামলার কিছুক্ষণ পরেই টাইবেরিয়াসে একটি হামলা হয় যাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

হিজবুল্লাহ যোদ্ধারা মধ্যরাতের কিছু আগে হাইফাতে ছোঁড়া রকেটের দায় স্বীকার করেছে। তারা দাবি করে ফাদি-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

এদিকে, গ্যালিলি সাগরের নিকটবর্তী অন্যান্য শহর লক্ষ্য করেও বেশ কয়েকটি রকেট উৎক্ষেপণ করা হয়। লেকসাইড সিটিতে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে ২০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এছাড়া, রকেটের ঝাঁক হাইফাতে আঘাত হানার সময়, কিরিয়াত শামোনা এলাকায় আরো ১৫টি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটিকে প্রতিহত করার দাবি করেছে ইসরাইলি সেনারা তবে কয়েকটি স্থানে রকেট আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ