আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই
(last modified Mon, 07 Oct 2024 11:47:57 GMT )
অক্টোবর ০৭, ২০২৪ ১৭:৪৭ Asia/Dhaka
  • আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই

কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় শিয়ালদা আদালতে প্রথম চার্জশিট পেশ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। চার্জশিটে ধৃত সঞ্জয় রায়ই ধর্ষণ ও হত্যা করেছে বলে উল্লেখ করা হয়েছে।

আজ (সোমবার) আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করেন সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা। ইতিমধ্যে সেই চার্জশিট নিয়ে শিয়ালদা আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন সিবিআইয়ের আইনজীবীরা।

চার্জশিটে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগসহ বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কে কী জানিয়েছেন, সেই বয়ানের নথিও তুলে ধরা হয়েছে চার্জশিটে।

৩১ বছর বয়সী তরুণী চিকিৎসকের মৃত্যুর ৫৮ দিন পর এই চার্জশিট গঠন করল সিবিআই। আরজি করের নির্যাতিতা মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকে, বিচারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। চলছে অনশন কর্মসূচি। সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তারেরা।

এদিকে, আজ দুপুরে ধর্মতলায় অনশনমঞ্চে সাংবাদিক সম্মেলন করেছেন জুনিয়র ডাক্তারেরা। সেখানে আন্দোলনকারীদের অন্যতম প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, “সংবাদমাধ্যম থেকে যা তথ্য পেয়েছি, সেই অনুযায়ী এটি একটি প্রাথমিক চার্জশিট। তার ভিত্তিতে এই মুহূর্তে কোনও মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলব। তার পরে এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানাব।”

গত ৯ আগস্ট সকালে আরজি কর মেডিক্যালের এমারজেন্সি বিল্ডিংয়ের চেস্ট মেডিসিন বিভাগে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মরদেহ। এর পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আদালতে জনস্বার্থ মামলা হয়। ঘটনার ৫ দিন পর সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তদন্তভার হাতে নিয়ে সঞ্জয় রায়কে হেফাজতে নিয়ে জেরা করে সিবিআই।#

পার্সটুডে/এমএআর/৭

ট্যাগ