আলোচনার জন্য জর্দান সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী 
https://parstoday.ir/bn/news/event-i142708-আলোচনার_জন্য_জর্দান_সফরে_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
​​​​​​​ইহুদিবাদী ইসরাইলের সাথে চরম সামরিক উত্তেজনার মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জর্দান সফরে গেছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৬, ২০২৪ ১৩:৩৫ Asia/Dhaka
  • জর্দান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    জর্দান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

​​​​​​​ইহুদিবাদী ইসরাইলের সাথে চরম সামরিক উত্তেজনার মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জর্দান সফরে গেছেন। 

আজ (বুধবার) তিনি ইরান থেকে জর্দানের রাজধানী আম্মান পৌঁছান। ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের কারণে দখলদার শক্তির সাথে ইরানের যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন আঞ্চলিক সফরের অংশ হিসেবে তিনি আম্মান গেলেন।

সফরের সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী জর্দানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। ফিলিস্তিন এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের উপায় নিয়ে মূলত দুপক্ষ আলোচনা করবে।  

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে ইরানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে দেশের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশ সফর করছেন এবং তিনি মিশর ও তুরস্ক সফর করবেন।

এর আগে লেবানন, সিরিয়া, সৌদি আরব, কাতার, ইরাক এবং ওমান সফর করেছেন।

যদিও ইরান যুদ্ধাবসানের জন্য চেষ্টা চালাচ্ছে তবে যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।