সৌদি টিভি অফিসে ইরাকি বিক্ষোভকারীদের হামলা; অগ্নিসংযোগ
https://parstoday.ir/bn/news/event-i142812-সৌদি_টিভি_অফিসে_ইরাকি_বিক্ষোভকারীদের_হামলা_অগ্নিসংযোগ
মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের নেতা ও কমান্ডারদের দুঃখজনক শাহাদাতের ব্যাপারে অপমানজনক খবর প্রচারের পর ইরাকের রাজধানী বাগদাদে সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৯, ২০২৪ ১৯:৫৮ Asia/Dhaka
  • সৌদি টিভি অফিসে ইরাকি বিক্ষোভকারীদের হামলা; অগ্নিসংযোগ

মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের নেতা ও কমান্ডারদের দুঃখজনক শাহাদাতের ব্যাপারে অপমানজনক খবর প্রচারের পর ইরাকের রাজধানী বাগদাদে সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ৪০০ থেকে ৫০০ বিক্ষুব্ধ মানুষ সৌদি আরবের এমবিসি টেলিভিশনের বাগদাদ স্টুডিওতে গত মধ্যরাতে হামলা চালায়। তারা অফিসের ইলেকট্রনিক সরঞ্জামাদি ও কম্পিউটার ভাঙচুর করে এবং টেলিভিশন ভবনে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে ছাত্র ভঙ্গ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো নিরাপত্তা বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন রাখা হয়েছে। 

এমবিসি টেলিভিশনে প্রচলিত প্রতিবেদনে হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের আনসারুল্লাহ এবং ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের নেতাদেরকে সন্ত্রাসী বিন লাদেনের মতো ব্যক্তির সাথে গুলিয়ে ফেলা হয়েছে। এই প্রতিবেদনে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া ও তার উত্তরসূরী ইয়াহিয়া সিনওয়ারের নাম প্রচার করা হয়। তাদের সবাইকে সন্ত্রাসী নেতা ও কমান্ডার হিসেবে তুলে ধরা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৯